ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এ হত্যা আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ও পৌরশাখা।
গাজায় যুদ্ধ বিরতি ও চুক্তি ভঙ্গ করে একতরফা ভাবে ইসরায়েলি বাহিনীর ণৃসংস গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নাচোল ডাকবাংলো চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
দলের কর্মী থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলীম, সাধারণ মানুষ , বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহণ করে একাত্বতা প্রকাশ করেন।
হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাস্তার মোড়ে মোড়ে ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিতে দিতে বাসস্ট্যান্ড গোল চত্বরে পথসভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের উপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনের নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
যাযাদি/ এসএম