শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩
ভাঙ্গুড়ায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন বাংলা নববর্ষ-১৪৩২ বাংলা সনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমীন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, পবিস-১-এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ মোজাম্মেল হক, ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিকান্দার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডঃ মোঃ মজিবর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সহকারী তারবিয়াত সেক্রেটারী, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আলী আছগার, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর ডাঃ মাওলানা মহির উদ্দিন,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা পুজাউদযাপন পরিষদের সাবেক সভাপতি মলয় কুমার দেব, এম.এম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ মোফাজ্জল হোসোন প্রমূখ।

এ সভায় উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবর্গ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রধানবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতি ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ স্থানীয় গণমাধ্যমকর্মী, বাংলা নববর্ষ উদযাপন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে