শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় চেয়ারম্যান সমর্থকদের হামলায় ইউপি সদস্য জঘম

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ২০:৪৬
ভাঙ্গুড়ায় চেয়ারম্যান সমর্থকদের হামলায় ইউপি সদস্য জঘম
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউপি'র বহিস্কৃত গ্রেফতার চেয়ারম্যান আঃ হান্নান খানের সমর্থকদের হাতে একই গ্রামের ইউপি সদস্য আরজু হোসেন খানকে পরিকল্পিত ভাবে দেশীয়-অস্ত্র ও লাঠিশোঠা দিয়ে মারপিট করে মারাত্মক জঘম করে।

বুধবার (৯ এপ্রিল)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়ন বিবি স্কুল এন্ড কলেজ চত্বরে ঘটনাটি ঘটেছে।এ ঘটনার পর আরজু হোসেন খান কে তার স্বজনেরা মূমুর্যবস্থায় উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউপি'র বিবি স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত পরিচালনা পর্যদের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দের পরিচিতি সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে যোগ দিতে দিলপাশার ইউপি সদস্য আরজু হোসেন খান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থি হন।অভিষেক ও পরিচিতি মিটিং শেষে ওই জনপ্রতিনিধি আরজু হোসেন খান বিবি স্কুল এন্ড কলেজে মেইন গেটে পৌঁছিলে পরিকল্পিত ওঁৎ পেতে থাকা বহিঃস্কৃত চেয়ারম্যান আঃ হান্নান খান'র সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে ১০/১৫ জনের একটি দল তার উপর অর্তকিত হামলা করে ব্যাপক মারপিট করে মৃতপ্রায় অবস্থায় ফেলে যায়। ইউপি সদস্য আরজু খানের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়ে তিনি রক্তাত্ব গুরুতর আহত হন।খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়-স্বজনেরা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে ইউপি সদস্যের ছেলে তারেক খান জানান,আমি এবং আমার বাবা দুজনেই কলেজ থেকে বের হচ্ছিলাম এমন সময় আঃ হান্নান চেয়ারম্যানের ছেলে ও দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, আল আমিন, তাজ উদ্দীন, আমিনুল সহ ১০/১৫ জন মিলে আমার বাবা ও আমার উপর পরিকল্পিত ভাবে অস্ত্র-লাঠিশোটা হামলা চালায়।এ হামলায় ইউপি সদস্য আরজু খান(৫০) ও তার ছেলে তারেক খান(২৫)আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক(ওসি)শফিকুল ইসলাম বৃহস্পতিবার(১০এপ্রিল)বলেন, এ বিষয়ে আহত ইউপি সদস্য আরজু হোসেন খান'র স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে।পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহৃত রেখেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে