সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মমতার কার্যক্রম পরিদর্শনে এমআরএ'র ইভিসি

চট্টগ্রাম ব্যুরো
  ১৩ এপ্রিল ২০২৫, ১৮:০২
মমতার কার্যক্রম পরিদর্শনে এমআরএ'র ইভিসি
ছবি: যায়যায়দিন

বেসরকারি উন্নয়ন সংস্থা ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) নিবন্ধিত সংস্থা মমতা’র কার্যক্রম পরিদর্শন করেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান (ইভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রাম মহানগর ও জেলায় অবস্থিত বিভিন্ন প্রকল্প, কর্মসূচি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কর্মসূচির মধ্যে তিনি মমতা মাতৃসদন হাসপাতাল, মমতা স্কুল এন্ড কলেজ, মমতা শিশু দিবাযত্ন কেন্দ্র, শিশু সুরক্ষা কর্মসূচির চাইল্ড স্পেস সেন্টার, মমতা ডেইরী ফার্ম, ট্রেনিং এন্ড ডেমোনেস্ট্রেশন সেন্টার সহ অন্যান্য কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ, এমআরএ-এর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, এমআরএ-সহকারি পরিচালক (পিএস টু ইভিসি) মো. রবিউল ইসলাম, মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারি প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ সহ অন্যান্যরা।

পরিদর্শনকালে এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান (ইভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন মমতা’র সামাজিক ও কল্যাণমুখী কার্যক্রম সমূহের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে