মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘এমন দুর্নীতিবাজ সাব-রেজিস্টার জীবনেও দেখিনি’ -বাচ্চু মোল্লার বক্তব্য ভাইরাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৫:১৭
‘এমন দুর্নীতিবাজ সাব-রেজিস্টার জীবনেও দেখিনি’ -বাচ্চু মোল্লার বক্তব্য ভাইরাল
বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি‘র আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ছবি: যাযাদি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্টার বোরহান উদ্দিন সরকারকে উদ্দেশ্য করে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, ‘এমন দুর্নীতিবাজ সাব-রেজিস্টার আমি জীবনেও দেখিনি’ বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

সোমবার বেলা ১১টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর পরপরই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে বাচ্চু মোল্লা আইনশৃঙ্খলা ও মাদক ব্যবসা নিয়ে কথা বলার এক পর্যায়ে বলেন, আমি এরশাদের আমলে ইউপি চেয়ারম্যান ছিলাম, তখন থেকে অদ্যবধি ‘এমন ঘুষখোর সাব-রেজিস্টারর আমি জীবনে দেখি নাই“ তিনি ক্ষোভের সাথে বলেন, কয়েকদিন আমে আমার কিছু রিলেটিভ ঢাকা থেকে এসেছিলেন জমির ভাগবন্টন রেজিষ্ট্রি করতে। কিন্তু তাদের জমি খারিজ করা ছিলনা। খারিজ না থাকলেই ২৫ হাজার, ৩০ হাজার, ৫০ হাজার পর্যন্ত টাকা নেন তিনি। কিছু দালাল মোহরী তাকে এ কাজে সহযোগিতা করেন।

এ বিষয়ে তিনি ইউএনও সহ সংশ্লিষ্ট সকলের নজর দেয়ার কথা বলেন।

এ ব্যাপারে মন্তব্য জানার জন্য সাব-রেজিস্টার বোরহান উদ্দিন সরকারকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা‘র সভাপতিত্বে ঐ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল, বিএনপি নেতা নুরুজ্জামানি হাবলু মোল্লা, উপজেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রমুখ। এসময় ইউনিয়ন চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে