শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাকরির প্রথম দিন যুবক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪৬
চাকরির প্রথম দিন যুবক নিহত
ফাইল ছবি

রূপপুর পারমানবিক প্রকল্পে কাজে যোগদান করতে গিয়ে মটরসাইকেল দূর্ঘটনায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের আইয়ুব আলীর পুত্র রাজিব হোসেন (৩৪) নামের এক যুবক নিহত এবং অপর দুইজন আহত হয়।

রাজিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সে রবিবার ১৩ এপ্রিল রুপপুর পারমানবিক প্রকল্পের কাজে যোগদান করতে অপর দুই সঙ্গী সহ মোটরসাইকেল যোগে রুপপুর মোড়ে পৌছালে ঘটনাস্থলে মোটরসাইকেল বালুর উপর পিছলে পড়ে রাজিবের হাত ভেঙে যায় এবং পিছনে বসা অপর দুইজন আহত হয়। ঐদিন পাবনা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মৃত্যু বরণ করেন বলে জানা গেছে। পরের দিন ১৪ এপ্রিল স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

নিহতের পিতা আইয়ুব আলী জানান, আমার ছেলে রাজিব রুপপুর পারমানবিক প্রকল্পে চাকরি পেয়ে তিন বন্ধু সহ যোগদান করতে গিয়ে রুপপুর মোড়ে বালুর উপর পিসলে পড়ে হাত ভেঙে যায়। স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করলে সেই রাতেই তার মৃত্যু হয় এবং আগত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে