আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র হয়ে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জাকাড়িয়া পিন্টু।
মঙ্গলবার ( ১৫ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় ঈশ্বরদী ব্রাদার্স ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কারা মুক্তির পর আমাকে বিভিন্ন স্থানে আলাদা ভাবে সংবর্ধনা দিতে চেয়েছে। কিন্তু আমি সেটা একক ভাবে গ্রহন করিনি। আমি বরাবরের মত ঐক্যবদ্ধহয়ে সবাইকে সাথে নিয়েই সেটা করতে চেয়েছি। করেছিও তাই। কেননা আমরা ঈশ্বরদী বিএনপিকে এক ছাদের তলায় এক ব্যানারে দেখতে চেয়েছি। এক সাথে পথ চলতে চেয়েছি বলেই ঐক্যের দিকে বেশী নজর দিয়েছি।
ধানের শীষের প্রার্থীতা নিয়ে জাকারিয়া পিন্টু বলেন, আমরা সবাই শহীদ জিয়াকে ভালো বাসি। তাকে ভালোবেসেই আমরা দল করি।আমাদের অনেকেরই চাওয়া থাকবে । কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। আমরা তার হয়েই দলের জন্য কাজ করব। তবে আমার স্থান থেকে আমিও ধানের শীষের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন চাইব দলের কাছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, কমিশনার আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা নান্দু, সামসুজ্জোহা পিপ্পু, তুহিন চেীধুরী প্রমূখ।
যাযাদি/ এমএস