আটঘরিয়া বিএলকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কেকো স্মৃতি ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান।
বিএলকে উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির আগমন উপলক্ষে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে হাবিবুর রহমান হাবিবকে অভ্যর্থনা জানায়।
মঙ্গলবার ১৫ এপ্রিল অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করে সিরাজগঞ্জের উল্লাপাড়া ইয়াং ফুটবল একাদশ ও ঈশ্বরদী ফুটবল একাদশ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ আরাফাত রহমান কোকোর স্মরণে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়াকে কেন্দ্র করে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় করা হয়।
প্রতিযোগিতা শেষে দ্বিতীয় ট্রাইব্রেকারে উল্লাপাড়া ইয়ং ফুটবল একাদশ বিজয়ী হলে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চাঁদভা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উপস্থাপনায় ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুন মোল্লা।