শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৫, ১৯:১৯
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: যায়যায়দিন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মোখলেছুর রহমান নামে এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোখলেছুর রহমান নওগাঁ জেলার মহাদেবপুর থানার বাসিন্দা।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মমিন উদ্দিন প্রামানিক ও স্থানীয়রা জানান, বিকেলে খুলনাগামী ট্রেন থেকে নামে মোখলেছুর রহমান সহ তারা কয়েকজন দিনমজুর। ট্রেন থেকে নেমে তিনি ট্রেন লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড় মুখি একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।স্থানীয়রা ঘটনাটি স্টেশনে জানালে রেলেওয়ের নিরাপত্তা কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে এবং সান্তাাহার জিআরপি পুলিশকে খবর দেয়।

জিআরপি পুলিশ এসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। প্রাথমিক ভাবে নিহত মোখলেছুর রহমানের সঙ্গীদের মাধ্যমে জানা যায় তারা কয়েকজন দিনমজুর ধান কাটা সহ পেঁয়াজ উত্তোলন কাজের জন্য এখানে এসে ট্রেন থেকে নামে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে