শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্যানিটারি সামগ্রী বিতরণ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪১
পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্যানিটারি সামগ্রী বিতরণ
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার পূর্বধলায় এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ২২০টি দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত টয়লেট উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার স্টেশন রোড কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এপি ওয়ার্ল্ড ভিশন, পূর্বধলার সিনিয়র প্রোগ্রাম অফিসার জেফিনিয়া তন্ময় সাংমা, প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগসহ উপকারভোগীগণ। এ সময় উপকার ভোগীদের মাঝে স্বাস্থ্য সম্মত টয়লেটের উপকরণ হিসেবে, রিং, স্লাব, টিন, পিলার ও কাঠ বিতরণ করা হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে