শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় নিউ সুন্দরবন আবাসিক হোটেল সিলগালা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ২০:৫২
ডুমুরিয়ায় নিউ সুন্দরবন আবাসিক হোটেল সিলগালা
ছবি: যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চুকনগর বাজারের নিউ সুন্দরবন আবাসিক হোটেলে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান এ আদালত পরিচালনা করেন। জানা যায়, উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ সুন্দরবন আবাসিক হোটেলটি চাকুন্দিয়া গ্রামের ওয়াছেক আলী নামের এক ব্যাক্তি পরিচালনা করে আসছিলেন। ওই হোটেলে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ঘটনারদিন একজন ভ্রাম্যমান পতিতা ও খদ্দেরকে পাওয়া যায়। তাছাড়া আরও বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। একারণে হোটেলটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

তিনতলা বিশিষ্ট ভবনটির মালিক শহিদুল ইসলাম। তার নিকট থেকে ২য় এবং ৩য় তলা ভাড়া নিয়ে ওয়াছেক আলী হোটেলটি পরিচালনা করে আসছিলেন। আবাসিক হোটেলে নিয়মিত ভ্রাম্যমান পতিতাদের আনাগোনা দেখা যেত বলে স্থানীয়রা জানান। তবে অভিযানের সময় হোটেল ভাড়াটিয়া ওয়াছেক আলীকে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে