পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ৬টি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পর্যায় ক্রমে গঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক সহ তিন সদস্য যুগ্মস্বাক্ষর করে ৬টি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তা বাদীদল (বিএনপি)’র ২০ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি হয়েছে।
আহবায়ক কমিটি গঠিত ইউনিয়ন গুলো হচ্ছে,উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কমিটির আহবায়ক মো. মোজাম্মেল হোসেন মোজা,সদস্য সচিব মোঃ ওয়াজ উদ্দিন। খানমরিচ ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন।
দিলপাশার ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ লিয়াকত আলী লিটন হোসেন, সদস্য সচিব মোঃ সজিব হোসেন। ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ শামসুল আলম, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন। পাড় ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন , সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক জানান, তৃণমূল পর্যায়ে চুলচেরা বিচার বিশ্লেষন করে উপজেলার ৬ টি ইউনিয়ন বিএনপি’র কমিটি গুলোর অনুমোদন দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তাদের অগ্রণী ভূমিকা থাকবে।
আহবায়ক কমিটি আগামী ২১ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করতে চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
যাযাদি/ এসএম