শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৫, ২০:৩১
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১
ছবি: যায়যায়দিন

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টায় পাবনা ডিবি পুলিশ এবং ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে পাবনা শহর থেকে তাকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম শহীদ।

গ্রেফতারকৃত আসামি হলেন- ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কারিগরপাড়া এলাকার ছিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক ড্রাইভার এর ছেলে মোঃ তানভীর ইসলাম সুমন ওরফে মাইকেল (৩২)।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশ ও ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকসদল উল্লেখিত তারিখে পাবনা শহরে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন। পরে তাকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হলে সে আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

জানতে চাইলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, পাবনা ডিবি পুলিশ এবং ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে দাশুড়িয়াতে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হলে সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে