শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
আর্থিক সহায়তা প্রদান

দুর্গাপুরে অসহায় সুলেমার পাশে দাঁড়ালো যুবদল নেতা 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১২:২৯
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৫, ১৪:০৩
দুর্গাপুরে অসহায় সুলেমার পাশে দাঁড়ালো যুবদল নেতা 
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের অসহায় সুলেমা খাতুনের পাশে দাঁড়ালো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস।

তিনি শুক্রবার বিকেলে সুলেমা খাতুনের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মাঝে ছিলো চাল, ডাল, মুরগী, মাছ, তেল, আলু, পেয়াজ, বিস্কুট সহ আরো অনেক কিছু।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস বলেন, দলীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ।

তিনি যখন জানতে পারেন সুলেমা খাতুন সাত সন্তান এবং অসুস্থ শাশুড়িকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তখনই তিনি সাহায্যের জন্য নেতার নির্দেশ বাস্তবায়নের জন্যএগিয়ে আসেন।

খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা এছাড়াও সুলেমা খাতুনের যেকেনো সমস্যায় তিনি সাধ্যমতো তার পাশে থাকবেন বলে জানান। তিনি আরও জানান এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে