শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আইজুল হক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি জনি, সুমন, আজহার, আমিরুল, সবুজ এবং জুয়েলগংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। আমি ঘটনার দিন অসুস্থতার কারনে নকলা হাসপাতালে ভর্তি ছিলাম সেই সুযোগে শত্রুতার জেরে আমার বাড়িতে আগুন দেয় তারা। আগুনে পুড়ে আমার বসতঘরের প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
জনি ও সুমন গংরা জানান, আমাদের সাথে আইজুলের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ আছে। সেটা নিয়ে মামলা চলেছে। আইনের মাধ্যমেই সমাধান হবে। তবে আগুন দিয়ে বাড়িঘর পুড়ে দেওয়ার যে অভিযোগ আমাদের উপর এনেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমরাও সুষ্টু তদন্তের মাধ্যমে এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
এ ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
যাযাদি/ এমএস