শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ২১:০৫
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিকে গুলি করে হত্যা চেষ্টার আসামীদের অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) বিকালে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক থেকে ইউনিয়ন বিএনপির ব্যানারে শুরু হয়ে নতুন গোল চত্ত্বর প্রদক্ষিন শেষে পুরাতন গোল চত্ত্বরে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এসময় সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা বলেন, সন্ত্রাসীদের হামলার শিকার মোনোয়ারুল ছিলেন দলের একনিষ্ট কর্মী। তাকে সড়ানোর জন্য দলে অনুপ্রবেশকারী এবং এই ঘটনায় জড়িত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিপন প্রামানিক ও দাশুড়িয়া শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রকু প্রামানিক সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। এসময় জড়িত সকলকে দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করার জোর দাবি ও জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, যুগ্ম সম্পাদক আজমল হোসেনসহ ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীরা।

উল্লেখ্য গত (১৩ এপ্রিল) রবিবার দাশুড়িয়া গোলচক্করে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মনোয়ারুল ইসলামকে গুলি করে হত্যা চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে