ঈশ্বরদীতে ফাহিম (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পরিবার। পরিবারের দাবি মানুষিক সমস্যা থাকায় নিজেই আত্মহত্যা করেছে ফাহিম।
রোববার (২০ এপ্রিল) সকালে সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী পৌর শহরের নূর মহল্লা (এম এস কলোনী) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ঐ এলাকার মোঃ সাহাবুদ্দিনের ছেলে। তিনি শহরের কলেজ রোড এলাকায় কখনো সেলুন ব্যবসা আবার কখনো লেপ তোষকের ব্যবসা করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন যাবৎ মাথায় সমস্যায় (মানুষিক রোগে) ভুগছিলেন। যার কারনে সে প্রায়ই এলাকার বিভিন্ন বয়সের মানুষদের মারধর করতো। ফাহিমের এই সমস্যার জন্য তার পরিবার তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্তও নিয়েছিল ।
মৃত ফাহিমের বোনের ছেলে অনিক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মামার ঘরে উকি দিয়ে দেখি সে তার ঘরের অ্যাঙ্গেলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলছে ।
ফাহিমের বাবা মোঃ সাহাবুদ্দিন বলেন, আমি আর ফাহিম রাতে এক সঙ্গে ঘুমায় ছিলাম। দুই জনে এক সাথেই ফজরের নামাজ আদায় করেছি। সকালে ওকে ঘুমন্ত অবস্থায় দেখে আমি বাহিরে জামাকাপড় ধুইতেছিলাম । আমার নাতি অনিক দেখেন ওর মামা ঘরের অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস দিয়েছে, সে চিৎকার দিলে আমরা সবাই ঘরের ভিতরে গিয়ে দেখি ফাহিম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
যাযাদি/ এসএম