বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ডেলিভারির সময় নবজাতকের চোখের পাতা কেটে ফেললেন ডাক্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৬:১৮
ডেলিভারির সময় নবজাতকের চোখের পাতা কেটে ফেললেন ডাক্তার
ছবি: যায়যায়দিন

মিরসরাইয়ে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবার সদ্য নবজাতকের ডেলিভারির সময় চোখের পাতা কেটে দিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমলোচনা করছে নেটিজেনরা।

এর আগে এই ডায়াগনস্টিক সেন্টার ২০২৩ সালের ১৪ মে এক প্রসূতি শরীরে ভুল রক্তের গ্রুপ সঞ্চালন করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পরে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর, নারগিস আক্তার নামের ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়ে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উপজেলার সচেতন মহল বলছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার চেম্বার করেন ঢাকা-চট্টগ্রামের নাম করা চিকিৎসরা। অতিথি চিকিৎসদের ছাড়া এসব হাসপাতাল সপ্তাহে ৫ দিন মানসম্পন্ন কোনো চিকিৎসক থাকেন না। প্রসূতিদের অপ্রয়োজনীয় সিজার অপারেশনের আয়েই টিকে আছে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো। এই হাসপাতাল গুলোর অন্যতম আয়ের উৎস প্রসূতি মায়েদের সিজার করা।

নবজাতকের চোখের পাতা কাটার বিষয়ে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘এ ঘটনা সমাধান হয়েছে। নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘খোঁজ খবর নিয়ে, ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে