চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই বাণিজ্য মেলার উদ্যোক্তা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আগামী শনিবার বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাণিজ্য মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা। বুধবার বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করছিলেন তিনি।
লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, চলতি বছরের ১ জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকায় আন্তর্জাতিক শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও এক সার্কুলারের মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্য জনগণের মধ্যে তুলে ধরতে দেশের সকল জেলা চেম্বারকে বাণিজ্য মেলা করার নির্দেশনা দিয়েছিলেন।
আমরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সে আহ্বানে সাড়া দিয়ে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার উদ্যোগ নিই। আগামী ১০ মে থেকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বাণিজ্য মেলা শুরু হবে।
তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই একটি আকর্ষণীয় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভেলিয়ন থাকবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড থাকবে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা।
চেম্বার সভাপতি বলেন, আগামী ১০ মে বিকেল ৫টায় বাণিজ্য মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. রেজাউল করিম উপস্থিত থাকবেন।
আব্দুল ওয়াহেদ বলেন, মেলায় কোনো ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এই ধরনের কোনো কিছু থাকবে না। তিনি মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা আয়োজনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন আশা করেন।
চেম্বার ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল ও মনিরুল ইসলাম, শুকরুদ্দিন, শহিদুল ইসলাম, এম কোরেশি মিল্লু, জাহাঙ্গীর কবীর।