বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীবরদীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১২:৫৭
শ্রীবরদীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি-যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।

1

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাকরণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে ।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। অন্যানের মধ্যে সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ।

এ সময় বিভিন্ন ফসল ও ফলমুলের চাষাবাদ পদ্ধতি এবং বালাই নাশক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে