বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

উজিরপুরে শ্রমিক দলের প্রতিবাদ সভা 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৩:১২
উজিরপুরে শ্রমিক দলের প্রতিবাদ সভা 
উজিরপুরে হারতা ইউনিয়নের অটো আলফা স্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে থ্রি-হুইলার শ্রমিক দল। ছবি: যায়যায়দিন

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের অটো আলফা স্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে থ্রি-হুইলার শ্রমিক দল। মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হারতা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. বাবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এ.কে.এম. আতিকুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. খোকন ডাকুয়া।

1

বক্তারা বলেন, অতীতে স্বৈরাচার সরকারের সময় আওয়ামী লীগের দোসররা শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করত। এখনো কিছু চক্র গোপনে একই কাজ করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। তারা চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন থ্রি-হুইলার শ্রমিক দলের সভাপতি মো. হান্নান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো, আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত গাজী, প্রচার সম্পাদক মো. জুয়েল হোসেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল হোসেন, মো. ফোরকান হোসেন, মো. রাসেল ফকির, মো. সিরাজুল ইসলাম বাচ্চু এবং হারতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ মিলন, শিকারপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য মোঃ আল আমিন হাওলাদার, রেফাজুল মৃধা, হাসান, বামরাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, সদস্য মেহেদী হাসান, তুহিন হোসেন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, শোলক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাদাত গাজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কবিরাজ ও সহ-সম্পাদক সবুজ হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে