বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
হাইড্রোক্যাফালাস নামক কঠিন রোগে আক্রান্ত

গোবিন্দগঞ্জে ছয়মাসের শিশুকন্যাকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আকুতি

গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৩:১৮
আপডেট  : ২১ মে ২০২৫, ১৩:৪০
গোবিন্দগঞ্জে ছয়মাসের শিশুকন্যাকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আকুতি
শিশুটি হাইড্রোক্যাফালাস নামক কঠিন রোগে আক্রান্ত । ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে জন্মলগ্ন থেকেই কঠিন রোগে আক্রান্ত এক শিশুকন্যার পিতা সন্তানের জীবন বাঁচাতে প্রশাসন সহ সবার সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামের বাসিন্দা অসহায় ওই পিতার নাম মো. আল আমিন।

সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সন্তানের চিকিৎসার সাহায্যের জন্য লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি জানিয়েছেন, মাত্র ছয় মাস আগে জন্ম নেয়া তার শিশু কন্যা মোছা. আমাতুল্লা হাইড্রোক্যাফালাস নামক এক কঠিন রোগে আক্রান্ত হয়।

1

ঢাকার পিজি (সাবেক) হাসপাতালে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা করেও সুস্থ হয়নি শিশুটি। চিকিৎসকরা পুনরায় অপারেশন করার পরামর্শ দিয়েছেন।

কিন্তু এ গরীব পিতা ইতোমধ্যে তার সমস্ত অর্থসম্পদ খরচ করেছেন সন্তানের চিকিৎসায়।

বর্তমানে জীবন-মরণের সন্ধিক্ষণে দাঁড়ানো অসুস্থ সন্তানকে নিয়ে সম্পূর্ণরূপে কপর্দকশূন্য অবস্থায় অসহায় দিন কাটাচ্ছেন পিতা আল আমিন।

তিনি প্রশাসনের পাশাপাশি দেশের বিত্তবান সহৃদয় মানুষদের কাছে সন্তানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- মো. আল আমিন, তরফমনু, পারগয়ড়া, গুমানীগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

মোবাইল ফোন নং-০১৯০৮-৩২৩৪২৭ (বিকাশ), ০১৭৭০৩১৬২৩৫ (নগদ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে