ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের বলি হতে হলো সমির মল্লিক নামে এক ব্যাক্তির। মঙ্গলবার কৃষ্ণকাঠি এলাকায় সমির মল্লিকের বাড়ির সামনে এ হত্যাকান্ডটি হয়েছে বলে নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে।
নিহত সমিরের পরিবারের অভিযোগ, 'জমি নিয়ে বিরোধের কারনে চাচাতো ভাইদের হামলায় সমিরের মৃত্যু হয়েছে।
তবে পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্টের পরে মৃত্যুর কারন জানা যাবে। তবে সমিরকে আঘাত করার কাজে ব্যবহৃত একটি লোহার রড জব্দ করেছে পুলিশ।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) গনমাধ্যমকে বলেন, 'হাসপাতালে আনার আগেই সমিরের মৃত্যু হয়।
বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ডোম ঘরে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, '২০২৪ সালের ১৫ জানুয়ারি রাতে সমিরের বড় ভাই রিপন মল্লিক খুন হয়েছিলো। সেই ঘটনায় একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা চলমান রয়েছে।