ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার নেপা ইউনিয়নের ইনডিযা সীমান্তের খোসালপুর গ্রামের একটি পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়।
নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। নিহত আফিয়া ওই গ্রামে খাইরুল ইসলামের এবং সাথিয়া খাতুন সবিদুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তারা। পানিতে নেমে তারা ডুবে যায়। এদিকে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে পুকুরের পানিতে নেমে খোঁজ শুরু করে। এক পর্যায়ে পানির নিচ থেকে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম জানান, ডুবে যাওয়া দুই শিশু তার আত্মীয় হয়। তারা সকালে রেজাউল মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসির মোহাম্মদ সাইফুল ইসলাম দুই শিশু নিহতের ঘটনা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।