মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগ মোঃ সজল হোসেন(২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সজল হোসেন (২৫) লোহাগড়া থানার লাহুড়িয়া দক্ষিনপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ২৭ মে) লোহাগড়া থানার এসআই মোঃ আসাদুজ্জামান ও এএসআই(নঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া শহরের জয়পুর গ্রামস্হ তেমাথা মোড় সংলগ্ন শিকদার এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর হতে মোঃ সজল হোসেনকে (২৫) গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
এবিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।