ঈশ্বরদী থানায় নতুন যোগদান করায় নবাগত ওসি আ স ম আব্দুন নূরকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ মে) রাত ৮টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর।
ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ওহীদুজ্জামান টিপু’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সহ-সভাপতি হাসানুজ্জামান, সাবেক সভাপতি এসএম রাজা, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, ওয়াহেদ আলী সিন্টু, অর্থকরী সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।