শেরপুরের নকলায় ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ১০ জন দরিদ্র ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব প্রমুখ। এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগিরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।