চলতি বছর আটঘরিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, ও মিনি ডাকাতি। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত ও চিন্তিত। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে চুরি।
এসব চুরির মধ্যে আছে গরু, বৈদ্যুতিক ট্রান্সফরমার, ভ্যান, মসজিদের মাইক, সাইকেল, বাসায় মিনি ডাকাতি ইত্যাদি।
চলতি বছরের প্রথম দিকে গত ১৯ ফেব্রুয়ারি এদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের একটি মসজিদ থেকে এম্প্লিফায়ার ও মাইকের ইউনিট চুরি, একই ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখা কর্মকর্তার উপজেলা সদরের দেবোত্তত্বস্থ বাসায় তালা ভেঙে ২১ ভরি সোনা ও ২০/২২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
একই ইউনিয়নের ষাটগাছা গ্রামের জনৈক সিরাজুল এর বাড়ি থেকে ২৫-২৬ মন রসুন, চন্ডীপাশা গ্রামের গ্রাম থেকে ২/৩ ছাগল, আটঘরিয়া বাজার থেকে জনৈক মহিলার গলা থেকে চেন ছিনতাই, চান্দাই গ্রাম থেকে কার সহ এক চোর আটক, আটঘরিয়ায় জালালের ঢাল নামক স্থানে গৃহবধূকে ঘরে আটকে রেখে চুরি সংঘটিত হয় ঐ একই দিনে।
রাধাকান্তপুর গ্রামের আমির হামজার বাড়ি থেকে সোনার গহনা চুরি এবং ১৫ মে আমিরুলের বাড়ি থেকে চুরি, গত সোমবার ২৫ মে খিদিরপুর বাজারে ভ্যান চোরকে ধরে গণপিটুনি দেয়া হয়।
এছাড়াও বিভিন্ন স্থানে ভ্যান ও অটো বাইক ছিনতাই, ভ্যানের ব্যাটারি চুরি এসবের কারণে আটঘরিয়ায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।