সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ও শ্রীপুর দিয়ে ৫২ জন এবং ১৯ বিজিবি রাজবাড়ী বিওপি কর্তৃক ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তাদেরকের আটক করে।
সিলেট ব্যাটালিটন (৪৮ বিজিবি) জানান, বুধবার (২৮ মে) রাত ৩টা হতে ভোর ৪টার মধ্যে শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশে কালে বিজিবির টহল টিম তাদেরকে আটক করে। অপরদিকে ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ী বিওপি ১২৮৬ ঘিলাতৈল সীমান্ত দিয়ে ১৪ জন অবৈধ অনুপ্রবেশে কালে বিজিবির টহল টিম তাদেরকে আটক করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক যারা ইতোপূর্বে অবৈধ ভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
এর মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ঝিংগাবাড়ি নামক স্থান হতে ৬টি পরিবারের মোট ২০জনকে আটক হন। তারমধ্যে ৬জন পুরুষ, ৭জন মহিলা, ৭জন শিশু রয়েছেন, তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলায়।
এ ছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকার অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সম্মুখ হতে ৫টি পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয় । তারমধ্যে ৭ জন পুরুষ, ১০ জন মহিলা, ১৫ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ১৯ জন কুড়িগ্রামের, ৯ জন যশোরের, ৪ জন বাগেরহাটের।
অপরদিকে ২৮ শে মে (বুধবার) ভোর অনুমানিক ৬টার জৈন্তাপুর ইউনিয়নে ১২৮৬ ঘিলাতৈল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করা হয়। তাদের মধ্যে ৫জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। ১৯ বিজিবির জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে। আটককৃত সবাই কুড়িগ্রাম জেলার।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়।