বাউফল থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
এসময় মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ইমরান হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২৮ মে) ভোর রাতে পটুয়াখালী শহরের ডিসি বাংলো সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করে।
গ্রেপ্তারকৃত ইমরান পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবুল সালামের ছেলে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানায়, বাউফল পৌর শহরের বাসিন্দা জুয়েল রানার মটরসাইকেলটি সোমবার (২৬ মে) সন্ধ্যায় বাউফলের গোলাবাড়ি এলাকা থেকে চুরি হয়ে যায়।
ঘটনার পর জুয়েল বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত করে পুলিশ জানতে পারে, চুরি হয়ে যাওয়া বাইকটির পেছনে রয়েছে জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু ইমরান।
ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারের পর ইমরান স্বীকার করেছে, সে বাইকটি চুরি করেছে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আরও কেউ জড়িত আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।