বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৫:৫৪
সাতকানিয়ায় কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময়
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবস্থিত কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বুধবার (২৮ মে) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

1

এ সময় উপস্থিত ছিলেন, কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাঈনুদ্দীন হাসিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ও জাহাঙ্গীর আলমসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

সৌজন্য সাক্ষাৎ শেষে কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক শাহিন শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে কাজ করা ও সর্বাত্মকভাবে কলেজ প্রশাসনকে সহযোগিতা করাসহ নানাবিধ দিকনির্দেশনা প্রদান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নবগঠিত ছাত্রদল কমিটির নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে