পাবনার ঈশ্বরদীতে বেসরকারী পল্লী উন্নয়ন সংস্থা ‘সতেজ পল্লী উন্নয়ন সমিতির’ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর ২টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের সাকড়েগাড়ীস্থ সতেজ’র নিজেস্ব কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা পালন করা হয়।
সতেজ পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মো. রুবেল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিডিপি গুরু আশ্রমের প্রতিষ্ঠাতা এস এম রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথযাত্রী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি এবং সতেজ এর সহ-সভাপতি মো. খালেদ মাহমুদ সুজন।
সতেজের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হাসান ইসলামের সঞ্চালনায় এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এসময় এলাকাবাসী ও শিক্ষার্থীদের প্রায় ২৫০ গাছের চারা বিতরণ করা হয়।