প্রান্তিক ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ)” এর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) নড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক বিশ্বজিৎ বৈদ্য , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
সেমিনারে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তোলা হচ্ছে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, কার্যকর তদারকি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টা থাকলে এ প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।
সেমিনারে প্রকল্পের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পটির প্রসার এবং সফল বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।