শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৬:৩১
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই কৃষকের মৃত্যু
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ায় সাপের কাড়মে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার মৃত. করিম প্রামাণিকের ছেলে কামরুজ্জামান (৫০)।

1

নিহতদের স্বজনরা জানান, ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় কালু হালসানাকে গোখরা সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপর দিকে জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার কামরুজ্জামান সকাল সাড়ে ১১ টার দিকে নিজ কলা বাগানে কাজ করার সময় তাকে 'রাসেল ভাইপার' সাপটি কামড় দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে বাড়িতে নিয়ে যান তিনি। পরে তাকে সহ সাপটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সাপের কামড়ে এমন মৃত্যুতে জেলাজুড়ে সাপ আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম নিশ্চিত করে বলেন, আজ সাপের কামড়ে দৌলতপুর ও কুমারখালী উপজেলায় দুই কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে