শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৬:৫০
মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ছবি : যায়যায়দিন

"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে এই বিশেষ সপ্তাহ, যার উদ্বোধন আজ বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

1
এসময় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম। পরিসংখ্যানবিদ এম এ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, সাংবাদিক আবদুল্লাহ ফারুক ও কে এম মাহামুদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী, কর্মজীবী ও প্রবীণদের পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তারা।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি পরামর্শ প্রদান, মা-শিশু পুষ্টি সেবা এবং স্কুল পর্যায়ে পুষ্টি শিক্ষামূলক সেমিনার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে