‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পুষ্টি সপ্তা চলবে। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, নার্স উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খানের সভাপত্বিতে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ রাজিব হোসেন ভূইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন প্রেসক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেম, সাংবাদিক মহিউদ্দিন মিশু প্রমুখ।
বক্তারা নিরাপদ পুষ্টিকর, পরিমিত খাবার গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও ভেজাল খাদ্য পরিহার আহবান জানান। অনুষ্ঠানে ভেজাল প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। পুষ্টিকর খাবার সম্পর্কে সবার সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা, স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ফুড বাস্কেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টির বার্তা পৌঁছে দেওয়া, এতিমখানা পুষ্টিকর খাবার বিতরণ ইত্যাদি।