শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে গ্রাউসের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি দিসব উদযাপন

নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৭:২৫
নাইক্ষ্যংছড়িতে গ্রাউসের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি দিসব উদযাপন
ছবি: যায়যায়দিন

"সীমানা ছাড়াই সময়কাল, মাসিকের স্বাস্থ্যবিধি একটি মানবাধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের হাজী ফিরুজা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি উদযাপন উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্র‍্যালীটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

বুধবার (২৮ মে) সকাল ১১টার সময় র‌্যালি শেষে হাজী ফিরুজা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

1

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইফুল ইসলাম।

তিনি বলেন মাসিক স্বাস্থ্যবিধি ছেলে মেয়ে উভয়ের একটি প্রয়োজনীয় বিষয়। স্বাস্থ্য সুন্দর রাখতে সকলের পরিষ্কার পরিছন্ন থাকতে হবে। নারী পুরুষ আলাদা আলাদা টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

পাশাপাশি নিজের কাপড় চোপড় ও গোসলের সময় জীবানু নাশক সাবান ব্যাবহার করতে হবে ও স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে। এম্পাওয়ার প্রকল্প গ্রাউসের বাস্তবায়নে গ্রাউসের সহকারী প্রকল্প কর্মকর্ত সুইন প্রু মার্মার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল প্রমুখ।

আলোচনা সভা শেষে ( শিক্ষার্থী) কিশোর কিশোরীদের স্বাস্থ্য সু রক্ষার জন্য সাবান, প্যাড,বালতি বিতরন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে