শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৭:৩৫
ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার (২৮ মে) থেকেআনুষ্ঠানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলার হল রুমে শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সঞ্চালনায় পুষ্টির ঘাটতি ও চাহিদা মিটানোর উপর আলোচনা করা হয় ।

1

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ,টি,এম ফায়েজুর আকন্দ, সহকারী শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, ছাত্র প্রতিনিধি শাহীন আলম ও লুৎফর রহমান লাজুসহ আরও অনেকেই।

আলোচনা সভায় জনসচেতনতাসহ সপ্তাহব্যাপী পুষ্টির বার্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউটের একটি দল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে