শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাঙ্গাবালীতে সকাল থেকে ঝরছে বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৭:৫৪
আপডেট  : ২৮ মে ২০২৫, ১৭:৫৬
রাঙ্গাবালীতে সকাল থেকে ঝরছে বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন
ছবি : যায়যায়দিন

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালী আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আকারে এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

1
নদ-নদী কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে উঠছে। এছাড়া গতকালকের মত আজও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।

আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে নদী ও সাগর তীরবর্তী এলাকায় মৃদু দমকা হাওয়াও বইছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হতে পারে, যার ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পায়রা সমুদ্র বন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে