শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চৌগাছায় ভেজাল মুক্ত কৃষিচর্চা নিশ্চিত করতে পার্টনার কৃষক কংগ্রেস সভা 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৮:২২
চৌগাছায় ভেজাল মুক্ত কৃষিচর্চা নিশ্চিত করতে পার্টনার কৃষক কংগ্রেস সভা 
ছবি: যায়যায়দিন

যশোরের চৌগাছায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কৃষক কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর কৃষকদের অংশগ্রহনে দিনব্যাপি পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়।

1

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর খামারবাড়ী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোশারোফ হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার (প্রকল্প) শেখ সাজ্জাদ হোসেন, জেলা প্রশিক্ষক আবু তালহা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাব্বির হুসাইন।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অফিসার ইমদাদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পি আই ও অফিসার সামসুন্নাহার, তরিকুল ইসলাম পৌর কলেজ অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, আইটি অফিসার আশরাফ হোসেন, প্রেসক্লাব চৌগাছা এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, অতিরিক্ত কৃষিকর্মকর্তা মিজানুর রহমান, কৃষি অফিসার আবু জাফর অবাইদুল্লাহ, কৃষি অফিসের তথ্য প্রদানকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ফয়সাল খান, রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও পার্টনার ফিল্ড স্কুলের কৃষকগণ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা একজন অন্যজনকে ঠকাতে গিয়ে আমাদের ইনকামের টাকা সব পিঁপড়ায় খেয়ে যাচ্ছে। নিজেকে বুদ্ধিমান মনে হলেও অন্যকে ঠকানোর চেষ্টা না করি। কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন উত্তম কৃষি চর্চা, প্যাকেজিং সিষ্টেম, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন। কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পি এফ এস এর সদস্যগণ অগ্রনী ভ’মিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে