বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ ইং উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইসমত জাহান ইতু।
স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ার আবুল কালামের পরিচালনায় জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে,নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি এর সভাপতিত্বে, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কুদরাতি রাব্বি,
আমজাদ হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইক্ষ্যংছড়ি থানা, চয়ন বিশ্বাস উপজেলা মৎস্য কর্মকর্তা, শুভ কুমার রাজবংশী ভেট্যানারি সার্জন প্রাণী সম্পদ অফিস নাইক্ষ্যংছড়ি উপজেলা, আবদুল হামিদ আহবায়ক নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, জাহাঙ্গীর আলম সদস্য সচিব নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, সদস্য মোঃ ইউনুচ প্রমুখ।
এছাড়াও এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও কর্মী,স্বাস্থ্য কর্মী সাংবাদিক বৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পুষ্টি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করার তাগিদ প্রদান সহ নানা বিষয় আলোকপাত করেন।