শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মানিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৮:২৯
মানিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ
ছবি : যায়যায়দিন

গেলো বছরের আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানিকছড়ি উপজেলার প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্তরে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৩৯ জন প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে এই খাদ্য বিতরণ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা উপস্থিত ছিলেন।

1

এসময় ইউএনও বলেন, 'গেলো আগস্টের ভয়াবহ বন্যায় মানিকছড়িতে প্রায় শতাধিক পুকুর ও লেক ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক চাষিই বেশ লোকসানে পড়েন। ইতিমধ্যে এই ক্ষতি কাটিয়ে উঠছে মাছ চাষিরা। পরামর্শ ও সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পাশে থাকার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে