শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, সাজ্জাত সম্পাদক

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৮:৩৩
সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল, সাজ্জাত সম্পাদক
ছবি : যায়যায়দিন

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি শাকিল আনোয়াত ও সাধারণ সম্পাদক হিসেবে সাজ্জাত লতিফ নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (২৮ মে) বেলা ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।

1

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম শাফলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রজত বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ শাকের। অন্যান্য কমিশনারদের মধ্যে দায়িত্ব পালন করেন সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকেরুল মওলা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বাহারুল ইসলাম সহ আরো অনেকে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। প্রেসক্লাবকে একটি আদর্শ ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে পাশে চাই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে