শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল দেড় শতাধিক শিক্ষার্থী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৮:৩৪
লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল দেড় শতাধিক শিক্ষার্থী
ছবি : যায়যায়দিন

‘অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।’ এই কথাগুলো বলে শপথ নিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ নজরুল ইসলাম।

1

আজ বুধবার (২৮ মে) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শুরুর আগে শিক্ষার্থীদের ওই শপথ পড়ানো হয়। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

বিতর্ক প্রতিযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়। প্রতিযোগী অন্য দুটি প্রতিষ্ঠান হলো মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় ও মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাহির ফয়সাল শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া। বিচারক ছিলেন অংশগ্রহণকারী ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান, মো. আমির হোসেন, এস. এম মুরাদুজ্জামান ও শিপ্রা রানী বিশ্বাস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন ও চিরঞ্জীব নিয়োগী, প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে