“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৮ মে-০৩ জুন) শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এমএম আখিরুজ্জামান, ডাঃ নাহিদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এছাড়াও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা খোন্দকার ফিরোজা পারভীন শিখা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।