শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কলমাকান্দায় বিদ্যালয়ে শিশু মেলা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৮:৩৯
কলমাকান্দায় বিদ্যালয়ে শিশু মেলা অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ইসিপিএম প্রকল্পের সহযোগিতায় এ মেলা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার অয়োজন করা হয়। মেলায় বসেছে বিজ্ঞান, কৃষি, শিল্প ও সংস্কৃতি বিষয়ক তিনটি স্টল।

1

আলেচনা সভায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেভা. ফাদার বিপিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে বিশেষ অতিথি ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, ইসিপিএম প্রকল্পের কর্মকর্তা রোজী সাংমা, জুড প্লাবিয়ান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে