শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালের তহশিলদার জহিরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর দাবি

বরিশাল অফিস
  ২৮ মে ২০২৫, ১৯:২৩
বরিশালের তহশিলদার জহিরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর দাবি
প্রতীকী ছবি

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিশালের বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়ন তহশিলদার জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার দাবি জানিয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২৮ মে) বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে এ আবেদন করেন তিনি।

আবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি রহমতপুর ইউনিয়ন তহশিলদার জহিরুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় প্রত্রিকায় সংবাদও প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এম মাসুদ হাওলাদার তাকে দায়িত্ব থেকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর জন্য বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন।

1

এদিকে তহশিদারের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় ইমেজ সংকটে পড়েছে বরিশালে ভূমি অফিসগুলো। অন্যদিকে জানা যায়, জহিরুল ইসলাম মাত্র কয়েকদিন হলো রহমতপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগদান করেছেন। এর আগে তিনি বরিশাল সদর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে