শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কেএনএফের আরও ১৩ হাজার ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম ব্যুরো
  ২৮ মে ২০২৫, ১৯:২৬
আপডেট  : ২৮ মে ২০২৫, ১৯:২৮
কেএনএফের আরও ১৩ হাজার ইউনিফর্ম জব্দ
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি সন্দেহজনক আরও প্রায় ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এই অভিযান চালায়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিংভো অ্যাপারেলস এর এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আগের মতোই পুলিশ কর্মকর্তাদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

1

এর আগে গত ১৭ মে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস পোশাক উদ্ধারের ঘটনায় গত ১৮ মে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। তার করা মামলার এজাহারে বলা হয়েছে, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের জন্য এসব পোশাক তৈরি হচ্ছিল। দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরির ফরমাশ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় ওই কারখানার মালিক সাহেদুল ইসলামসহ গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা মংহলাসিন মারমার কাছ থেকে ফরমাশ এনেছিলেন। পুলিশ বলছে, চলতি মে মাসে পোশাকগুলো সরবরাহ করার কথা ছিল।

এছাড়াও গত ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে