নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন পরিবারের নামে মিথ্যা ও সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (২৮ মে) বিকেল ৫টায় উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বটতলা-শম্ভুপুরা সড়কে এলাকাবাসীর উদ্যোগে অর্ধশতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
মানববন্ধনে হাজী আলাউদ্দিন বলেন, 'নয়াগাঁও এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে ৩টি হত্যাকান্ড সংঘটিত হয়। যার একটির আসামি আমি ও আমার পরিবারের সদস্যরা। মামলাটি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। অপর মামলার আসামি জজ মিয়া ও তার লোকজন মামলার তদন্ত ভিন্নখাতে নিতে এবং এই এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।’
মানববন্ধন শেষে মঙ্গলেরগাঁও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা-শম্ভুপুরা সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বটতলা মোড় জামে মসজিদের সামনে এসে মিছিলটি শেষ হয়।