জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানার সভাপতিত্বে মাসিক সভায় এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম,
পিআইও হাবীবুর রহমান সুমন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।